এয়ার পিস্তলে স্বর্ণ জিতেছেন আনজিলা আমজাদ
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: বঙ্গ’বন্ধু ৯ম বাংলা’দেশ গেমসে ১’০ মিটার এয়ার পিস্তল না’রী সিনিয়র বিভাগে’ স্বর্ণ জিতেছেন আনজিলা আ’মজাদ। রোব’বার সকালে আ’র্মি শুটিং অ্যাসো’সিয়েশনের হয়ে ৫৬৯ ‘স্কোর করেন এই’ শুটার।
এদিকে’ নেভি শুটিং ক্লাবে’র আরমিন আশা ৫৬’৩ স্কোর নিয়ে রৌপ্য জিতেছে’ন। আরদিনা আখি ৫’৬২ স্কোর করে কুষ্টিয়া রাই’ফেল ক্লাব’কে ব্রোঞ্জ জিতিয়ে’ছেন।
১০ মি’টার এয়ার পিস্তল না’রী জুনিয়র ইভেন্টে স্বর্ণ ‘জিতেছেন নেভি শুটিং ক্লাবের তু’রিং দেওয়ান। ৫৪৮ স্কোর’ করে নেভী শুটিং ‘ক্লাবকে স্বর্ণ ‘এনে দিয়ে’ছেন এই শুটার।’
নারায়াণ’গঞ্জ রাইফেল ক্লা’বের মেহজাবীন ৫৪১ ‘স্কোর গড়ে রৌপ্য জিতেছেন।’ মেহজাবীনের চেয়ে ‘এক স্কোর কম গ’ড়ে ব্রোঞ্জ জি’তেছেন নেভি ‘শুটিং ক্লাবের আ’শিফা খা’তুন।
স্কি’ট ইভেন্টে চট্টগ্রাম রাই’ফেল ক্লাবের নুরউ’দ্দিন সেলিম ১০০ স্কোর’ করে স্বর্ণ জিতেছেন’। ৮৪ স্কোর করে ‘আর্মি শুটিং এসোসি’য়েশনের সা’ব্বির আহমে’দ রৌপ্য ও ৭৪ স্কো’র নিয়ে দিনাজপুর ‘রাইফেল ক্লাবের শিবলি সা’দিক ব্রোঞ্জ পদ’ক জে’তেন।