চাঁদপুরে দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনা সংক্রমণ
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: চাঁদপুরে করোনা’ভাইরাসের সংক্র’মণ দ্রুত গতিতে ছড়াচ্ছে’। গত ২৪ ঘণ্টা ‘জেলায় ৯৮ জন ক’রোনাভাইরাসে আক্রান্ত হ’য়েছেন। একই সম’য়ের মধ্যে ক’রোনায় ৩ জন মারা’ গেছেন। বৃহ’স্পতিবার (৮ এপ্রিল) স’কালে জেলা সিভি’ল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ এ তথ্য’ জানিয়ে’ছেন।
তিনি ‘জানান, গত ২৪ ঘণ্টায় নতু’ন করে ৯৮ জন করোনা আক্রান্ত ‘হয়েছেন। এ নিয়ে আ’ক্রান্তের সংখ্যা দাঁড়াল ‘৩ হাজার ৪৫৯ জনে’। একই’ সময়ে’ মধ্যে করোনায় ৩ জ’ন মারা গেছে। এখন ‘পর্যন্ত মৃতের সংখ্যা দাঁ’ড়াল ৮৯ জ’নে।
করোনা ‘মারা যাওয়া তিন’জন হলেন– জেলার শা’হরাস্তি উপজেলার না’ওড়া গ্রামের আব্দুর ‘রব পাটোয়ারী (৭০), একই ‘উপজেলার কইতরের’ নেছা (৬২) এবং কচুয়া উপ’জেলায় পল্লীবিদ্যুৎ সমিতিতে ক’র্মরত আব্দুল মতি’ন (৪৫)। তার গ্রামের বা’ড়ি নোয়াখালীর বে’গমগঞ্জ উপজে’লার নেওয়া’জপুরে।
সিভিল’ সার্জন জানান, বৃহস্পতি’বার সকাল থেকে দ্বি’তীয় ধাপের টিকা প্রয়ো’গ করা হবে। আগে যারা নিয়ে’ছেন এমন প্রায় ৫৭ হাজার ব্য’ক্তিকে এই টি’কা দেওয়া ‘হবে।
খোঁ’জ নিয়ে জানা গে’ছে, করোনার বিস্তারের দ্বিতীয় ঢে’উয়ে আক্রান্তের তালিকা’য় প্রথম চাঁদপুর স’দর এবং দ্বিতীয় ঝুঁ’কিতে জেলার ‘ফরি’দগঞ্জ উপজে’লা রয়ে’ছে।