নগ্ন ভিডিও ধারণ করে পোস্ট, ক্ষমা চাইলেন মিথিলা
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: মি’স ইউনি’ভার্স বাংলাদেশ-২০২০ ‘তানজিয়া জামান ‘মিথিলা। তিনি এ’ক পুরুষের নগ্ন ভিডিও ধারণ’ করে ফেসবুকে প্র’কাশের ঘটনায় ক্ষমা ‘চেয়েছেন।
মিথিলা নি’জের ফেসবুকে ভে’রিফায়েড আইডি থেকে ‘একটি স্ট্যাটাস দিয়ে’ ক্ষমা চান। অবশ্য পরে’ সেই স্ট্যাটাসটি ‘হাই’ড’ করে ফেলে’ন এই মডে’ল।
মিথিলা’ গণমাধ্যমকে জা’নান, ‘আমি যেটাই ক’রেছি ভুল করেছি। আ’মি মাফ চাইছি। মানুষ’ ভুল করে এটাই ‘স্বাভাবিক। কেউ’ ভুল করে য’দি মাফ চায় তার’পর তো আর প্যাঁ’চানোর কিছু’ নাই। ‘মানুষ ছোট থাকতে বা অনে’কে না বুঝে ভুল করে ‘ফেলে। মানুষ যদি কা’রও কাছে মা’ফ চায় ‘সেখানে আ’মরা মাফ করে ‘দিতেই ‘পারি।’
এদিকে’ যার ভিডিওচিত্র ধা’রণ করা হয়েছিল তা’কে নিজের কাছের’ বন্ধু বলে দাবি করে’ছেন মিথি’লা।
এ নি’য়ে মিথিলা বলেন’, ‘ও যদি বিষয়টাকে হ’য়রানি মনে না ‘করে তাহলে মানু’ষ কেন আমাকে বি’চার করবে যে, ‘আমি হয়রা’নি করেছি তা’কে। তার’পরও আ’মি মাফ চেয়ে’ছি।’
ব’লে রাখা ‘ভালো, আসছে ১৬ মে যুক্তরাষ্ট্রে ‘অনুষ্ঠিতব্য ‘’মিস ইউনিভার্স ২’০২০’ প্রতিযো’গিতার মূল মঞ্চে ‘বাংলাদেশের প্র’তিনিধিত্ব করবেন ‘মিথি’লা।’