যেখানেই হেফাজত সেখানেই প্রতিরোধ: হানিফ
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: যেখা’নেই হেফাজত সে’খানেই প্রতিরোধ গ’ড়ে তুলতে আওয়ামী ‘লীগ নেতাকর্মীদের প্রতি ‘আহ্বান জানিয়েছে ‘আওয়ামী লীগের যুগ্ম ‘সাধার’ণ সম্পা’দক মাহবুব উল আলম’ হানিফ। তিনি বলে’ন, হেফাজত কর্মী’দের নাম ঠিকানা খুঁ’জে বের করুন।’
আজ ‘বুধবার দুপুর ১২টার দিকে ‘সোনারগাঁও উপজেলা আওয়া’মী লীগ কার্যালয়ে স্থানী’য় নেতাকর্মীদের সঙ্গে’ মতবিনিময় কালে’ এসব কথা ব’লেন তিনি’।
মাহ’বুব উল আল’ম হানিফ বলেন’, যেখানেই সাম্প্রদায়িক ‘গোষ্ঠী হেফাজত ইসলা’ম ধর্মের নামে অরা’জকতা সৃষ্টি করার’ অপচেষ্টা ক’রবে সেখা’নেই প্রতিরোধ কর’তে হবে। যারা এই ‘হামলার সঙ্গে জড়িত’ তাদের তালিকা ক’রতে হবে।’ এদের বিরুদ্ধে সরকারি’ভাবে কঠো’র ব্যবস্থা গ্র’হণ করা’ হবে।
তিনি ব’লেন, একজন’ ধ’র্ম ব্যবসায়ী’কে কেন্দ্র’ করে যে’ ঘটনা ঘ’টেছে। তাকে কেন্দ্র করে আও’য়ামী লীগের অ’ফিস ভাঙচুর করা হয়ে’ছে, যুবলীগ-ছাত্র’লীগের নেতা’র বাড়ি ভাঙচুর করা হ’য়েছে, সাধা’রণ মানুষের ওপর অত্যা’চার নির্যাতন ক’রা হয়েছে। এই বিষয় ‘পরি’ষ্কার ভা’বে জানিয়ে ‘দিতে চাই’— ধর্ম ব্যবসায়ী মামুনুল তার’ স্ত্রীর নাম দিয়ে এখা’নে এসেছি’লেন এবং অনৈতিক ‘কাজে জড়িত ছি’লেন বলেই সাধারণ মা’নুষ তা’কে ধরে’ছে। এই বিষ’য়টি কেন্দ্র করে ত’থাকথিত ধ’র্ম ব্যবসায়ীরা যে ভা’ঙচুর ও নির্যাতন’ করেছে তার ‘তীব্র নিন্দা ও প্র’তিবাদ জানাই।’
এই ঘ’টনার সঙ্গে জ’ড়িত সকলের না’ম ঠিকানা সংগ্রহ করার’ জন্য আওয়ামী লী’গের প্রতিটি ‘নেতাক’র্মীদের আহ্বা’ন জানিয়ে হানিফ ব’লেন, যারা আও’য়ামী লী’গের অ’ফিসে হাম’লা করেছে, ‘আওয়ামী লীগের’ নেতাকর্মীদের বাড়ি’ঘরে হামলা করেছে, ‘মানুষের ব্যবসা ‘প্রতিষ্ঠানে হামলা” করেছে। এসব ‘হামলার সঙ্গে ‘যুক্তদের পরিচয়’ সংগ্রহ করুন। আম’রা চাই প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনার নেতৃত্বে বাং’লাদেশ শান্তিপূ’র্ণ পরিবেশ ‘উন্নয়ন অগ্রযাত্রা অব্যা’হত থাকুক। কিন্তু ধর্মে’র নাম করে অধর্মের কা’জ করা, ভাঙচুর করা’ বরদাস্ত করা হবে ‘না।
Pingback: মামুনুলের ‘শ্বশুরকে’ আ. লীগের শোকজ