সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ
নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে সাংবাদিকরা।
মঙ্গলবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাব চত্ত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, কলাপাড়া শাখার আয়োজনে সাংবাদিক নির্যাতন বিরোধী সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এইচ আর মুক্তা।
এসময় মুজাক্কির হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাংবাদিক অমল মুখার্জী, মো. এনামুল হক, এস কে রঞ্জন, জসীম পারভেজ, ফরিদ উদ্দিন বিপু, মোস্তাফিজুর রহমান সুজন, রাসেল মোল্লা, ওমর ফারুক, ইমন আল আহসান, আলমগীর হোসেন ও নীল রতন কুন্ডু প্রমূখ। ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে কলাপাড়া প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসংগত, শুক্রবার বিকালে কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহের সময় গুলিবিদ্ধ হন সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির। শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত মুজাক্কির দৈনিক বাংলাদেশ সমাচার ও অনলাইন পোর্টাল বার্তা বাজারের প্রতিনিধি ছিলেন।