কবিতা: সময়

সময়ের প্রয়োজনে অনেক কিছুই ঘটে
আবার সময়ের প্রয়োজনেই মানুষ বদলাতে বাধ্য,
কিছু ভালো সময় চাই থাকুক ব্যাপৃত
সময়কে বেঁধে রাখা কি আর মানুষের সাধ্য!
ভালো মুহূর্তগুলো যেনো লাগামহীন ঘোড়া
অচিরেই ছোটে সীমানাহীন দিগন্তে,
এদিকেতো দুঃখ মহাশয় অপেক্ষারত
সুযোগ পেলেই আসবে চিলেকোঠার প্রান্তে।
সময় অনেক খেলা খেলে
কারো কপালে বাজায় দুঃখের কলিং বেল
কখনোবা নিয়ে আসে অসীম সুখ
হঠাৎ করেই ভাগ্যে লিখে অপ্রত্যাশিত মিরাকেল।
জীবনতো শুরু হয় সময়ের অজুহাতে
সময় হলেই জন্ম নেয় শিশু
চোখ মেলে,দেখে পৃথিবীর আলো,
যদি নাইবা হতো সেই শুরুগুলোর শুরু
তবে আজ হয়তো আমরা অন্য ভাবনায়
নিজেদের রাখতাম ভালো।
কবি’র মেইল: islamfarhana614@gmail.com
Pingback: কবিতা: ইচ্ছের করুণ পরিণতি