কবিতা: অপেক্ষা

অপেক্ষা একটি মিষ্টি দিনের,
অপেক্ষা হাজারো অভিমানের।
অপেক্ষায় কতো না শব্দ ভাণ্ডার!
অপেক্ষা আমার ভিত্তিহীন ভাবনার।
অপেক্ষায় কতো না অগোছালো কল্পনা!
অপেক্ষায় আমার বিফলীকৃত সাধনা।
সব অপেক্ষার অবসান হবে কোনো একদিন,
হয়তো নিস্তব্ধতার আড়ালে নয়তো
পরিপূর্ণতায় ঘিরে যাবে সেদিন।
অপেক্ষা সেই সেদিনের জন্য।
কবি’র মেইল: islamfarhana614@gmail.com