খাশোগি হত্যার ঘটনায় ৮ জনকে সাজা দিলো সৌদি আরব
বার্তাবহ চাঁদপুর নিউজ: সাংবাদিক জামাল খাশোগি হত্যার দায়ে অভিযুক্ত ৮ জনের বিরুদ্ধে চূড়ান্ত সাজা ঘোষণা করেছে সৌদি আরব।
সোমবার দেশটির সরকারি কৌঁসুলি আটজনকে ৭ থেকে ২০ বছরের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে রায় ঘোষণা করেন।
রায়ে হত্যায় জড়িত থাকার অপরাধে ৫ জনকে ২০ বছর কারাদণ্ড দেয়া হয়েছে। বাকি তিনজনকে সাত থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়। এর আগে, এই পাঁচজনকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছিল।
গত মে মাসে খাশোগির ছেলেরা জানায়, তারা তাদের বাবার হত্যাকারীদের ক্ষমা করে দিয়েছেন। এর কয়েক মাসের ব্যবধানে এই রায় এলো।
২০১৮ সালের ২রা অক্টোবর ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে নির্মম হত্যার শিকার হন সাংবাদিক জামাল খাশোগি। হত্যার পর খাশোগির দেহ টুকরো টুকরো করা হয়। জ্বালিয়ে দেয়া হয় এসিডে। তার মরদেহের এখনো কোনো সন্ধান মেলেনি।
এক সময় সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন খাশোগি। সৌদি রাজতন্ত্রের সমালোচনা করাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়।