চাঁদপুরে ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ৭২ কোটি টাকা
বার্তাবহ চাঁদপুর নিউজ: চাঁদপুরের সরকারি-বেসরকারি ব্যাংকগুলোতে ৭২ কোটি ৯৪ লাখ ৯০ হাজার টাকা মেয়াদোত্তীর্ণ ঋণ হিসেবে হয়ে পড়ে আছে । এর মধ্যে চাঁদপুরের অনিস্পন্ন সার্টিফিকেট মামলার সংখ্যা ৯২০ টি এবং এর বিপরীতে ব্যাংকের দাবিকৃত টাকার পরিমাণ হচ্ছে ২ কোটি ৭৭ লাখ ৮ হাজার টাকা ।
চাঁদপুরের আঞ্চলিক কার্যালয়ের প্রদত্ত জেলা কৃষিঋণ কমিটির এক প্রতিবেদনে ৭ সেপ্টেম্বর এ তথ্য পাওয়া যায়।
এরমধ্যে সোনালী, বিআরডিবি, অগ্রণী, জনতা, বাংলাদেশ কৃষি , কর্মসংস্থান ও রূপালী ব্যাংকে মেয়াদোত্তীর্ণ ঋণের পরিমাণ ৭২ কোটি ৫০ লাখ ৭৭ হাজার টাকা। অন্যান্য ২৪টি বেসরকারি ব্যাংকের হলো ৪৪ লাখ ১৩ হাজার টাকা ।
এছাড়াও ২০২০-২১ অর্থবছরের জুলাই পর্যন্ত আদায়যোগ্য বকেয়ার পরিমাণ ৪শ ৮ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার টাকা । অন্যান্য ২৪টি বেসরকারি ব্যাংকের হলো ৬৪ কোটি ২৭ লাখ ৫৫ হাজার টাকা।
Evaluation of the antitumour activity of the non steroidal anti oestrogen monohydroxy tamoxifen in the DMBA induced rat mammary carcinoma model lyme disease treatment doxycycline Murray jTRXPMpVubJGwCy 5 20 2022
For digestive support, click here to learn more about my histamine blocker buy stromectol canada
Adriamycin irradiation cutaneous complications buy clomid Anagnostides, A