যেভাবে ফিরিয়ে আনবেন হোয়াটসঅ্যাপের ডিলিট করা মেসেজ

Spread the love

বার্তাবহ চাঁদপুর নিউজ: করোনার এ সময়ে মানুষ সবচেয়ে বেশি সময় কাটাচ্ছে ইন্টারনেটে। একে অন্যের সঙ্গে যোগাযোগ করছে সামাজিক যোগাযোগমাধ্যমসহ মেসেজিং অ্যাপে। এ তালিকায় ওপরের দিকে রয়েছে হোয়াটসঅ্যাপ।

মেসেজ আদান-প্রদানের সময় হোয়াটসঅ্যাপের কোনো গুরুত্বপূর্ণ মেসেজ যদি আপনি ভুলে ডিলিট করে ফেলেন, তখন কী করবেন ভেবে দেখেছেন? হয়তো বলবেন, যিনি মেসেজ দিয়েছেন, তাঁকে আবার মেসেজটি পাঠাতে বলবেন। কিন্তু সেটার আর দরকার হবে না। আপনি নিজেই সেই ডিলিট করা মেসেজ ফিরিয়ে আনতে পারবেন। কীভাবে? সেই নিয়ম জানিয়েছে ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণ

যেভাবে ফিরিয়ে আনবেন হোয়াটসঅ্যাপের ডিলিট করা মেসেজ :

* প্রথমে আপনার পিসিতে (উইন্ডোজ/ ম্যাক) dr.fone recovery ইনস্টল করুন।

* ইউএসবি কেবল দিয়ে আপনার মোবাইল ফোনটি (অ্যান্ড্রয়েড) পিসিতে কানেক্ট করুন।

* এবার পিসিতে dr.fone recovery ওপেন করুন।

* মেইন মেন্যুতে ক্লিক করে রিকভারি অপশনে ক্লিক করুন।

* এখন বাঁ-পাশে ফোল্ডারের তালিকা দেখতে পাবেন।

* সেখানে হোয়াটসঅ্যাপ ও অ্যাটাচমেন্ট ফোল্ডার দেখতে পাবেন।

* এখন ফোল্ডার নিশ্চিত করে কনফার্মে ক্লিক করুন।

এভাবেই আপনি খুব সহজে হোয়াটসঅ্যাপের ডিলিট করা মেসেজ ফিরিয়ে নিয়ে আসতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *