২০০ দেশে ফ্রি দেখা যাচ্ছে নেটফ্লিক্স!
বার্তাবহ চাঁদপুর নিউজ: প্রায় ২০০ দেশে কোনো প্রকার চার্জ ছাড়াই বিনামূল্যে দেখা যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। উইন্ডোজ, ম্যাক এবং অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীরা এমন সুযোগ উপভোগ করতে পারবেন।
নতুন গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার কৌশল বেছে নিয়েছে মার্কিন বিনোদনধর্মী প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে নেটফ্লিক্স এমন তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে জাকার্তা পোস্ট।
তবে এই অফারে নেটফ্লিক্সের সব কনটেন্ট বিনামূল্যে দেখা যাবে না। বিনামূল্যে দেখার তালিকায় আছে ১০টি সিনেমা। সিনেমাগুলো হচ্ছে বার্ড বক্স, বস বেবি : ব্যাক ইন বিজনেস, এলিট, গ্রেস অ্যান্ড ফ্র্যাঙ্কি, লাভ ইজ ব্লাইন্ড, মার্ডার মিস্ট্রি, আওয়ার প্ল্যানেট, স্ট্রেঞ্জার থিংস, দ্য টু পোপস ও হোয়েন দে সি আস।
এ ছাড়া নেটফ্লিক্সে অ্যাকাউন্ট না থাকলেও বেশ কিছু সিরিজের প্রথম পর্ব বিনামূল্যে দেখা যাবে। তবে সুনির্দিষ্ট সময়ের জন্য এই অফার চলবে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।
বিনামূল্যে নেটফ্লিক্স উপভোগ করা যাবে এই লিংকে : https://www.netflix.com/bd/watch-free