৬ গুণ বেশি গতিতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ভারত

Spread the love

বার্তাবহ চাঁদপুর নিউজ: চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই ৬ গুণ বেশি গতিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সফল পরীক্ষা চালিয়েছে ভারত।

সোমবার ওড়িশার বালাসোরের এপিজে আবদুল কালাম টেস্টিং রেঞ্জ থেকে ‘হাইপারসনিক টেকনোলজি ডেমোনেস্ট্রেটর ভেহিকেল’ -এর পরীক্ষা চালানো হয়।

১১টা ৩ মিনিটে হাইপারসনিক ভেহিকেলটিকে ৩০ কিলোমিটার উচ্চতায় নিয়ে যায় অগ্নি বুস্টার। পরে দুটি আলাদা হয়ে যায়। ভেহিকেলে দেওয়া হয়েছে স্ক্র্যামজেট ইঞ্জিন। পাঁচ মিনিটেই পরীক্ষা সম্পূর্ণ হয়।

ডিফেন্স রিসার্চ এন্ড ডেভালপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) তৈরি করেছে এই হাইপারসনিক টেস্ট ডেমোনস্ট্রেটর ভেহিকেল।

দূরপাল্লার ক্ষেপনাস্ত্র ও এরিয়াল প্ল্যাটফর্মের ভবিষ্যতের কথা ভেবে এই ভেহিকেল তৈরি করেছে ভারত। সুপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে সব চাহিদা পূরণ করবে এই প্রযুক্তি।

ভারতের সংবাদমাধ্যম দাবি করছে, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার পর ভারতের হাতে এই প্রযুক্তি এসেছে।

পরীক্ষার পর ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইটে লিখেন, ‘এই সাফল্য প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত মিশনকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। এই কাজের সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের সঙ্গে আমার কথা হয়েছে। বিরাট কৃতিত্বের জন্য তাদের আমি অভিনন্দন জানিয়েছি।’ সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, জিনিউজ, কলকাতা২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *