এ মাসেই বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক

Spread the love

বার্তাবহ চাঁদপুর নিউজ: বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) ষষ্ঠ বৈঠক এ মাসেই অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সেখানে বলা হয় এবারের বৈঠকটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের টেলিফোন আলাপে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বৈঠকটি আয়োজনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, করোনাভাইরাসের কারণে ভারতের আন্তর্জাতিক ভ্রমণের নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর সর্বপ্রথম বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন এস জয়শঙ্কর।

এদিকে টেলিফোনে আলাপের পর টুইট করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি লিখেছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বেশ আন্তরিক আলাপ হলো। খুব শিগগির জয়েন্ট কনসাল্টেটিভ কমিশনের বৈঠকের ব্যাপারে সম্মত হয়েছি। আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে নির্ধারিত উচ্চাভিলাষী লক্ষ্য অর্জনে আরো নিবিড়ভাবে কাজ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *