করোনা ইস্যুতে স্বচ্ছতা দেখিয়েছে চীন, দাবি শি’র
বার্তাবহ চাঁদপুর নিউজ: প্রাণঘাতী করোনা ভাইরাস ইস্যুতে চীন খোলাখুলি এবং স্বচ্ছ আচরণ করেছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটি বলেন শি।
অনুষ্ঠানে শি বলেন, করোনা নিয়ে চীনের স্বছ আচরণের কারণেই বিশ্বের অসংখ্য মানুষের প্রাণ বেঁচেছে। এ সময় করোনার
বৈশ্বিক মহামারিতে চীনের অর্থনীতির ঘুরে দাঁড়ানোর বিষয়টিও উল্লেখ করে শি বলেন, এ থেকে বুঝা যায় যে চীন কতটা শক্তিশালী ক্ষমতা এবং প্রাণবন্ত।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয় বলে ধারণা করা হয়। ভাইরাসটি এ পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশে ছড়িয়ে পড়েছে। প্রাণঘাতী এই ভাইরাসটিতে এ পর্যন্ত ৯ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া বিশ্বজুড়ে এখন পর্যন্ত ২ লাখ ৬১ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে।