নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথম জয় ইতালির
বার্তাবহ চাঁদপুর নিউজ: নেদারল্যান্ডসকে তাদের মাঠে হারিয়ে উয়েফা নেশন্স লিগের এবারের আসরে প্রথম জয় তুলে নিয়েছে ইতালি। আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় সোমবার প্রতিযোগিতার ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে রবার্তো মানচিনির দল। গ্রুপের আরেক ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনাকে ২-১ গোলে হারিয়েছে পোল্যান্ড।
খেলার শুরু থেকেই বল দখলে এগিয়ে ইতালি, আক্রমনেও উঠেছে বারবার। তবে ডাচ রক্ষণে ফাটল ধরিয়ে খুলতে পারেনি গোলমুখ। মাঝমাঠের দখল ছিলো আজ্জুরিদের হাতে।
তবে আক্রমন ঠেকিয়া কাউন্টারে মওকা পেয়েছিলো নেদারল্যান্ডও। গোল আদায় করে নিতে পারেনি। অবশেষে প্রথমার্ধের যোগ করা সময়ে ভাঙে ডেড লক। ইম্মোবিলের সেট আপ থেকে ডাচদের জাল খুঁজে নেন নিকোলো বারেল্লা।
শেষ দিকেও গোলের সুযোগ পেয়েছিল দুই দল। তবে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেনি। আর তাই এক গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইতালি। এক জয় আর এক ড্রতে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ইতালি। দুইয়ে নেদারল্যান্ডেস। সমান ৩ পয়েন্ট নিয়ে পোলিশরা আছে তিনে। চারে থাকা বসনিয়া পয়েন্ট ১।