বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা আর নেই

Spread the love

বার্তাবহ চাঁদপুর নিউজ: বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামালের মা ‘বীরমাতা’ মোসাম্মৎ মালেকা বেগম আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪০মিনিটে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

বীরশ্রেষ্ঠের ভাইয়ের ছেলে মোহাম্মদ শাহিন জানান, মালেকা বেগম দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত কয়েকদিন আগে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ‘বীরমাতাকে’ সেনাবাহিনীর সহযোগিতায় গত ২০ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করানো হয়। সেখানেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। পরে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর গত ৩ সেপ্টেম্বর তাকে পুনরায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকেও তাকে বাড়িতে নিয়ে আসা হয়। পরে মঙ্গলবার সকালে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

‘বীরমাতাকে’ নিজ বাড়ির আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানায়।

এদিকে ‘বীরমাতার’ মৃত্যুতে ভোলা জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শোক জানিয়েছেন।

০ thoughts on “বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা আর নেই

  • সেপ্টেম্বর ৮, ২০২০ at ২:১৩ অপরাহ্ণ
    Permalink

    খুবি দুঃখজনক

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *