সরকারের সহায়তা চান কিন্ডারগার্টেনের কর্মীরা
বার্তাবহ চাঁদপুর নিউজ: একদিকে, প্রতিষ্ঠান গড়তে আর্থিক বিনিয়োগ। অন্যদিকে, শিক্ষার্থীদের অনিশ্চিত ভবিষ্যৎ। তার সঙ্গে শিক্ষকদের মানবেতর জীবন। এমন পরিস্থিতি মোকাবিলায় সরকারের সহায়তা পেতে মাঠে নেমেছেন চাঁদপুরের ফরিদগঞ্জের কিন্ডারগার্টেনের পাঁচ শতাধিক শিক্ষক ও কর্মচারী।
কোভিড-১৯ করোনা সংক্রমণের মধ্যে ক্ষতির মুখে পড়া এসব কিন্ডারগার্টেনে কর্মরত শিক্ষকদের সরকারি প্রণোদনা হিসেবে আর্থিক অনুদান প্রদানের ঘোষণা দিতে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গতকাল ৭ সেপ্টেম্বর, সোমবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সামনে কলাবাগান এলাকায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন উপজেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
এই অবস্থান কর্মসূচিতে উপজেলার ৮০টি কিন্ডারগার্টেনের ৫ শতাধিক শিক্ষক ও কর্মচারী অংশ নেন।
ঘণ্টা ব্যাপি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শেষে শিক্ষক নেতৃবৃন্দ ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি তুলে দেওয়া হয়।
চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ওমর ফারুক জানান, জেলায় পাঁচ শতাধিক প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, এমন চার হাজার শিক্ষক কর্মচারী মহামারি করোনার কারণে বেকার হয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন। শুধু তাই নয়, এখানে প্রতিষ্ঠান স্থাপন করতে গিয়ে কয়েক কোটি টাকাও বিনিয়োগ করা হয়েছে। আর তার সঙ্গে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা জীবনও অনিশ্চিত হয়ে পড়েছে। তাই বিষয়টি মানবিকভাবে বিবেচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন তিনি।