করোনায় বিশ্বে সুস্থ হয়েছে ১ কোটি ৯৮ লাখের বেশি মানুষ
বার্তাবহ চাঁদপুর নিউজ: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ৯৮ লাখ ৫১ হাজার ২২১ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি সুস্থ হয়েছে যুক্তরাষ্ট্রে। ওয়ার্ল্ড মিটার তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন ৩৭ লাখ ৯৭ হাজার ১৭৩ জন।
সুস্থতার সংখ্যায় বিশ্বে দ্বিতীয় অবস্থানে আছে ভারত । দেশটিতে মোট সুস্থ হয়েছেন ৩৩ লাখ ৯৮ হাজার ৮৪৪ জন।
সুস্থতার দিক থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে এই পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৩ লাখ ৯৭ হাজার ২৩৪ জন।
ওয়াল্ড মিটারের তথ্য অনুযায়ী, বাংলাদেশে এই পর্যন্ত করোনাভাইরাসে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৩০ হাজার ৮০৪ জন।