করোনায় শিশুদের নিয়ে ভিন্ন এক ক্লাসে শিক্ষকেরা
বার্তাবহ চাঁদপুর নিউজ: করোনা পরিস্থিতিতে ভিন্ন এক উদ্যোগে শিশুদের ক্লাসরুমে ফিরিয়ে নিলেন বসনিয়ার শিক্ষকেরা। উন্মুক্ত জায়গাতেই গ্রীষ্মকালীন পাঠদান চলবে। সেই অনুসারেই সাজানো হয়েছে ক্লাস।
রয়টার্স জানায়, বুসোভা অঞ্চলের কাওনি এলাকায় একটি স্কুলে এমন অভূতপূর্ব দৃশ্য দেখা যায়।
দীর্ঘদিন থেকে এমন কিছু করার পরিকল্পনা করছিলেন স্কুলটির শিক্ষকেরা। করোনা পরিস্থিতির কারণে বিষয়টি থমকে যায়। তবে মহামারির কারণেই এমন পাঠদান করার সুযোগ সৃষ্টি হয়েছে বলা চলে।
করোনার কারণে স্কুলটি দাতা ও স্বেচ্ছাসেবী পেয়েছে, যার ফলে উন্মুক্ত জায়গায় ক্লাসরুম সাজানো সহজ হয়েছে। এতে শিশুদের সামাজিক দূরত্ব মেনে চলাও নিশ্চিত হয়।
অ্যাম্ফিথিয়েটার অনুসারে একটি জায়গায় ক্লাসরুমটি সাজানো হয়েছে এবং আবহাওয়া অনুযায়ী সেটি ব্যবহৃত করা যাবে। ক্লাসের পাশাপাশি শিশুদের দিয়ে নাটকও মঞ্চস্থ করার পরিকল্পনা রয়েছে স্কুল কর্তৃপক্ষের।
স্কুলটির ভাষাশিক্ষার শিক্ষক মির্জা বেগোভিচ বলেন, ‘শিক্ষক ও শিক্ষার্থীরা মুক্ত বাতাসে শ্বাস নিতে নিতে ক্লাস করতে পারবে।’
করোনার কারণে সব শিশুকে একসঙ্গে ক্লাসে আনছে না স্কুলটি। শিক্ষার্থীদের কয়েকটি গ্রুপ করে দেয়া হয়েছে। সে অনুসারে কোনো গ্রুপ স্কুলে আসছে আবার আরেক গ্রুপ হোম স্কুল করছে।
এখন পর্যন্ত দেশটিতে প্রায় ২২ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, এর মধ্যে মারা গেছেন ৬৬৯ জন।