চীনের অনুপ্রবেশ ঠেকাতে ভারতের কাঁটাতার বেড়া
বার্তাবহ চাঁদপুর নিউজ: সীমান্ত নিয়ে চীন-ভারতের উত্তেজনার মধ্যেই লাদাখের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত।
চীনের অনুপ্রবেশ ঠেকাতেই লাদাখের চুশূলে নিজেদের অবস্থান আরো দৃঢ় করেছে ভারতীয় সেনাবাহিনী। এর আগে সোমবার লাদাখ সীমান্ত পার হয়ে ভারতীয় সেনারা গুলি চালিয়েছে বলে অভিযোগ করে চীনের পিপলস লিবারেশন আর্মি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে দিল্লি।
এদিকে পূর্ব লাদাখে ভারত-চীন সীমান্তে গোলাগুলির ঘটনায় নতুন করে শুরু হয়েছে উত্তেজনা। গত একসপ্তাহে অন্তত তিনবার প্রকৃত নিয়ন্ত্রণরেখা ভেঙে ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে এমন অভিযোগ রয়েছে ভারতের। সীমান্ত নিয়ে দুই-দেশের সম্পর্কের চরম অবনতির মধ্যেই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাঁও লিঝিয়ান এক বিবৃতিতে ভারতের অরুণাচলকে দক্ষিণ তিব্বতের অংশ হিসেবে উল্লেখ করেছেন।