বোমা হামলায় অল্পের জন্য বেঁচে গেলেন আফগান ভাইস প্রেসিডেন্ট
বার্তাবহ চাঁদপুর নিউজ: আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে তিনি বেঁচে গেলেও নিহত হয়েছেন সঙ্গে থাকা চারজন। এই ঘটনায় আহত অন্তত ১৬ জন।
স্থানীয় সময় বুধবার সকালে আফগানিস্তানের রাজধানী কাবুলে এ হামলার ঘটনা ঘটে।
আফগান ভাইস প্রেসিডেন্টের মুখপাত্র রাজওয়ান মুরাদ এই ঘটনায় ফেসুবকে একটি পোস্ট দিয়ে বলেন, ভাইস প্রেসিডেন্টের গাড়িবহর লক্ষ্য করে রাস্তার পাশে পুতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে তিনি অল্পের জন্য বেঁচে গেছেন। তবে তার সঙ্গে থাকা বেশ কয়েকজন দেহরক্ষী আহত হয়েছেন।
এই হামলার দায় স্বীকার করেনি কোন গোষ্ঠী। কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবানদের মধ্যে শান্তি আলোচনা ঠিক আগ মুহূর্তেই এমন ঘটনা ঘটলো।