সীমান্ত উত্তেজনা কমাতে আজ মুখোমুখি হচ্ছেন ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রী

Spread the love

বার্তাবহ চাঁদপুর নিউজ: প্রকৃত নিয়ন্ত্রণরেখার উত্তেজনা কমাতে আজ মুখোমুখি হচ্ছেন ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রী। মস্কোতে এস জয়শঙ্কর এবং ওয়াং ই বসবেন বৈঠকে।

দেশটিতে ‘সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন’র সম্মেলনে যোগ দিতে গেছেন দুই রাজনীতিক। সেখানেই, সাইডলাইনে হবে দ্বিপাক্ষিক এ বৈঠক।

সোমবারও, পরস্পরের বিরূদ্ধে প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম এবং গোলাগুলির অভিযোগ আনে উভয়দেশ। কোন হতাহতের খবর না মিললেও, একে মারাত্বক বিধিমালা লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে প্রতিবেশী দেশগুলো।

চলতি বছরের জুন মাস থেকে সীমান্তের মালিকানা ঘিরে দু’দেশের মধ্যে চলছে সংঘাত। সেসময়, সহিংসতায় প্রাণ হারান কমপক্ষে ২০ ভারতীয় জওয়ান। দফায়-দফায় সামরিক-কূটনৈতিক বৈঠকে উত্তেজনা কিছুটা কমলেও; চলতি মাসে নতুনভাবে শুরু হয় টানাপোড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *