করোনাভাইরাস ‘মারাত্মক’ জেনেও কিছু বলেননি ট্রাম্প

Spread the love

বার্তাবহ চাঁদপুর নিউজ: করোনাভাইরাস ‘মারাত্মক’ এবং অন্য ফ্লু’র চেয়েও ভয়ংকর, এটা জেনেও ফেব্রুয়ারি-মার্চে এর ঝুঁকি সম্পর্কে ইচ্ছাকৃতভাবে আমেরিকানদের ভুলভাবে পরিচালিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকান সাংবাদিক বব উডওয়ার্ডের আসন্ন বইয়ে এসব বলা হয়েছে।

উডওয়ার্ডের সঙ্গে রেকর্ড করা কথোপকথনে ট্রাম্প বলেছেন, আতঙ্ক তৈরি করতে চাননি বলে করোনাভাইরাসের ঝুঁকি নিজের মনে চেপে রেখেছিলেন। বুধবার ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি টেলিফোন কলে ট্রাম্প উডওয়ার্ডকে বলেছিলেন, ‘আপনি শুধু শ্বাস নিলেই এটা ভেতরে ঢুকছে। এটা খুবই সূক্ষ্ম। এটা অনেক বেশি মারাত্মক, এমনকি তীব্র ফ্লুগুলোর চেয়েও।’ শেষ কথাটি আরও জোর দিয়ে মার্কিন প্রেসিডেন্ট পুনরাবৃত্তি করেন, ‘এটা মারাত্মক একটা জিনিস।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *