করোনা: বিশ্বে মোট মৃত ৯ লাখ ১৩ হাজারের বেশি, আক্রান্ত প্রায় ৩ কোটি
বার্তাবহ চাঁদপুর নিউজ: করোনাভাইরাসে দৈনিক মৃত্যু আর সংক্রমণ শনাক্তে নতুন রেকর্ড গড়লো ভারত। ২৪ ঘণ্টায় বিশ্বের একমাত্র দেশ হিসাবে নতুন সংক্রমণ শনাক্ত হলো ৯৭ হাজারের কাছাকাছি।
দেশটিতে দিনে ১২শ’র বেশি মানুষ মারা গেছেন করোনাভাইরাসে। সবমিলিয়ে মোট প্রাণহানি ৭৬ হাজার ছাঁড়ালো; আক্রান্ত ৪৫ লাখ ৬০ হাজার মানুষ।
যুক্তরাষ্ট্রেও হাজারের বেশি মৃত্যু হলো বৃহস্পতিবার। ব্রাজিলে ৯ শতাধিক মৃত্যু। সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ দু’টিতে নতুন শনাক্ত ৪০ হাজারের মতো করোনা রোগী।
দৈনিক হিসাবে ৬১১ জনের মৃত্যু দেখলো লাতিন দেশ মেক্সিকো। ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ৫ হাজার ৯শ’ মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। দৈনিক সংক্রমণ শনাক্ত ৩ লাখ ছাঁড়ালো। বিশ্বে ৯ লাখ ১৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারালেন করোনা মহামারিতে। মোট সংক্রমিত দুই কোটি ৮৩ লাখের ওপর।