চাঁদপুরে বাড়ছে ইলিশের দাম

Spread the love

বার্তাবহ চাঁদপুর নিউজ: চাঁদপুরে পাইকারি বাজারে ইলিশের সরবরাহ কিছুটা কমেছে। দামও বেড়েছে। তারপরও শুক্রবার ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে সরগরম ছিলো শহরের বড়স্টেশনের পাইকারি মাছঘাট।

আজ ১১ সেপ্টেম্বর, শুক্রবার সকাল থেকে চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছঘাট ক্রেতা এবং বিক্রেতার হাঁকডাকে ব্যস্ত। অন্যদিনের তুলনায় কম হলেও পাওয়া যাচ্ছে নানা আকারের ইলিশ। মূলত দক্ষিণের সাগর ও উপকূলের নদ-নদীতে জেলেদের জালে ধরা পড়ছে এসব ইলিশ। তবে এর একটি অংশ চাঁদপুরের পদ্মা ও মেঘনায়ও ধরা পড়ছে।

জেলেরা জানান, পূর্ণিমা কেটে যাওয়ায় ইলিস মাছ তেমন ধরা পড়ছে না। তাদের আশা সামনে ভরা আমবস্যায় ফের মিলবে ইলিশের চালান।

তারপরও দরদাম ভালো পাওয়ায় উপকূল থেকে জেলেরা ইলিশ নিয়ে ছুটে আসছেন পাইকারি এই বাজারে।

বিক্রেতারা জানান, এই বাজারে দাম ভালো পাওয়ায় অন্য অঞ্চল থেকে মাছ কিনে এনে এখানে বিক্রি করেন তারা। বর্তমানে ইলিশের চাহিদা থাকলেও সরবরাহ কমায় দাম ভালো পাওয়া যাচ্ছে বলেও জানান তারা।

সরবরাহ কমায় বাজারে চাহিদা বেশি থাকায় প্রতিমণে দাম বেড়েছে ৪ হাজার থেকে ৫ হাজার টাকা।

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. শবেবরাত জানান, ভোলা, হাতিয়া, চরফ্যাশন, লালমোহন অঞ্চল থেকেও এখানে মাছ আসে। যেহেতু চাঁদপুর আড়তে বিক্রি হয় তাই সবাই একে চাঁদপুরের মাছ বলে।

শুক্রবার সব মিলিয়ে বড়স্টেশন মাছঘাটে ইলিশের সরবরাহ ছিল তিন থেকে সাড়ে তিন হাজার মণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *