মেসির নিষেধাজ্ঞা তুলে নিল কনমেবল
বার্তাবহ চাঁদপুর নিউজ: লিওনেল মেসিকে কোপা আমেরিকার পর এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন (কনমেবল)। আর্জেন্টিনার হয়ে তাই প্রতিযোগিতামূলক এক ম্যাচে নিষিদ্ধ থাকার কথা ছিল তার। মেসি তাই কোপা আমেরিকার পরে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে খেললেও বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলতে পারবেন না বলেই জানানো হয়েছিল।
তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেন। দাবি করেন, করোনার কারণে বাছাইপর্বের ম্যাচ পিছিয়ে যাওয়ায় নিষেধাজ্ঞার কার্যকারিতা শেষ হয়েছে। তার যুক্তিতে সাড়া দিয়েছে কনমেবল। তুলে নিয়েছে মেসির নিষেধাজ্ঞা। তাপিয়ার বরাত দিয়ে বিষয়টি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিতও করেছে।
আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে তাই বাধা নেই মেসির। মার্চে ম্যাচ দুটি হওয়ার কথা থাকলেও করোনার কারণে হয়নি। ব্রাজিলে অনুষ্ঠিত সর্বশেষ কোপা আমেরিকার আসরে মেসি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ৩৭ মিনিটে মেসির লাল কার্ড খাওয়া নিয়ে ছিল বিতর্ক। কারণ চিলির ফুটবলার মেসিকে সামনে থেকে সরাসরি কয়েকবার ধাক্কা দিয়েছিলেন। মেসি শুধু রুখে সেই ধাক্কা সামলান। অথচ রেফারি লাল কার্ড দেখান দু’জনকেই।
ম্যাচ শেষে মেসি বেশ ঝাঁঝালো মন্তব্য করেছিলেন। বলেছিলেন, কোপা আমেরিকার আসর সাজানো। ব্রাজিলকে শিরোপা জেতানোই ছিল লক্ষ্য। ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে রেফারির সিদ্ধান্ত আর্জেন্টিনার বিপক্ষে গেছে বলে ইঙ্গিত করেন মেসি। ফাইনালে তাই পেরুর বিপক্ষে ভিএআর বা রেফারিং ভালো হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন মেসি। বার্সেলোনা ফরোয়ার্ডকে তাই এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল কনমেবল।