লাদাখ সীমান্তে উত্তেজনা নিরসনে রাজি হলো চীন ও ভারত

Spread the love

বার্তাবহ চাঁদপুর নিউজ: অবশেষ লাদাখ সীমান্তে উত্তেজনা নিরসনে রাজি হলো চীন ও ভারত। বৃহস্পতিবার মস্কোতে মুখোমুখি বৈঠকে ৫ দফা ঐকমত্যে পৌঁছান দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্কর এবং ওয়াং ই।

রাশিয়ার মধ্যস্থতায় বৈঠক শেষে যৌথ বিবৃতিতে বলা হয়, শিগগিরই প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেনার সংখ্যা কমাবে দুই দেশই। লাদাখ সীমান্তে পারস্পরিক বিশ্বাস, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয় বৈঠকে। দু’দেশের পূর্ববর্তী আলোচনাতে গৃহীত বিধিমালা ও প্রোটোকল মেনে চলা হবে বলেও আশ্বাস দেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

এছাড়া, সুসম্পর্ক রক্ষায় নিয়মিত আলোচনা ও যোগাযোগ চালিয়ে রাখার বিষয়ে সম্মত হন তারা। জুনে সীমান্ত সংঘাতে ২০ ভারতীয় জওয়ান নিহত হওয়ার পর থেকেই টানাপোড়েন চলছে ভারত-চীনের মধ্যে। গেলো সপ্তাহে নতুন করে ছড়ায় উত্তেজনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *