বিদেশে পালাতে গিয়ে আটক খুনের মামলার আসামি
বার্তাবহ চাঁদপুর নিউজ: মালদ্বীপ পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জের খুনের মামলার এক আসামি। তার নাম মহসিন মিয়া। ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে ফরিদগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে।
পুলিশের দেয়া তথ্যমতে, গত ৩ এপ্রিল ফরিদগঞ্জের আলোনিয়ায় সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাতিজার দায়ের কোপে চাচা ফজলুল হক নিহত হন। এ ঘটনায় পরদিন ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ৪।
মামলার পর প্রধান আসামি মহসিন মিয়া আত্মগোপনে চলে যান। তাকে গ্রেফতারে ফরিদগঞ্জ থানা পুলিশ ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। কিন্তু কেথাও তাকে পাওয়া যায়নি।
অবশেষে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ফরিদগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদ হোসেন ও তার ফোর্স মালদ্বীপ পালানোর চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রকিব বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।