‘আগামী বছরের শুরুতে করোনার টিকা পেতে পারে ভারত’

Spread the love

বার্তাবহ চাঁদপুর নিউজ: ২০২১ সালের প্রথম তিন মাসের মধ্যে ভারতে করোনার টিকা তৈরি হয়ে যেতে পারে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। রোববার স্থানীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ আশ্বাসবাণী শুনিয়েছেন।

এর গত মাসে ‘আত্মবিশ্বাস’-এর সঙ্গে হর্ষবর্ধন জানিয়েছিলেন, চলতি বছরের মধ্যেই করোনাভাইরাস টিকা তৈরি করে ফেলবে ভারত। এবার সেই দাবি থেকে কিছুটা পিছু হটলেন তিনি।

ব্রিটেনে এক স্বেচ্ছাসেবকের শরীরে বিরূপ প্রতিক্রিয়ার পর টিকার ট্রায়াল স্থগিত করে দিয়েছিল ব্রিটিশ-সুইডিশ ফার্মাসিউটিক্যালস জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকা। প্রাথমিকভাবে ভারতে ট্রায়াল চালু থাকলেও পরে তা বন্ধ করে দেওয়া হয়।

এ ব্যাপারে জানতে চাইলে হর্ষবর্ধন জানান, করোনার সম্ভাব্য টিকার পরীক্ষামূলক প্রয়োগের ক্ষেত্রে সব ধরনের সতর্কতা অবলম্বন করছে ভারত। একইসঙ্গে টিকার সুরক্ষা, দাম, কোল্ড-চেন, উৎপাদন সময়সহ টিকা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।

তিনি বলেন, ‘ভারতে কয়েকটি টিকার ট্রায়াল চলছে। কোনটা সবচেয়ে কার্যকরী হবে আমরা এখন তা অনুমান করতে পারব না। তবে ২০২১ সালের প্রথম তিন মাসের মধ্যে আমরা অবশ্যই ফল জানতে পারব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *