এলপিএল খেলতে সাকিবকে অনুমতি দেবে বিসিবি?

Spread the love

বার্তাবহ চাঁদপুর নিউজ: নিষেধাজ্ঞার মধ্যেও আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলাম তালিকায় সাকিব আল হাসানের নাম থাকলেও এ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত নেয়নি। আগামী ১ অক্টোবর এলপিএলের নিলামটি অনুষ্ঠিত হবে।জুয়াড়ির তথ্য গোপন করায় সাকিবকে এক বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত বছরের ২৯ অক্টোবর থেকে নিষিদ্ধ আছেন সাকিব।

আগামী মাসের ২৯ তারিখ (২৯ অক্টোবর) সাকিবের নিষেধাজ্ঞা শেষ হবে। আইসিসির নিয়নুযায়ী নিষেধাজ্ঞা থাকা অবস্থায় তিনি কোনো ধরনের ক্রিকেটের সাথে জড়িত থাকতে পারবেন না। তাই এখানেই প্রশ্ন উঠেছে, তবে কীভাবে এলপিএলের নিলামে যুক্ত হবেন সাকিব! লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১ অক্টোবর। নিলামে সাকিবের নাম আছে।এই অলরাউন্ডার এলপিএলের কোনো দলে ডাক পেলে বিষয়টি বিবেচনা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানান, শ্রীলঙ্কার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রস্তাব তারা পাননি। আজ সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা এখনো কোন আনুষ্ঠানিক প্রস্তাব পাইনি। কোন পেলে আমরা এ নিয়ে চিন্তা করব। বিদেশি ঘরোয়া লিগের অন্তর্ভুক্তির বিষয়ে ইতোমধ্যে খেলোয়াড়দের একটি নির্দেশনা দেয়া হয়েছে। আমরা সেই নিয়মনুযায়ী সিদ্বান্ত নেব।’

সাকিব বর্তমানে বিকেএসপিতে নাজমুল আবেদিন ফাহিম ও সালাউদ্দিনের তত্ববধানে ফিটনেস ও স্কিল ট্রেনিং করছেন। শ্রীলঙ্কা সফর দিয়ে তিনি আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন। নিষেধাজ্ঞা থাকায় সিরিজের প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন না। তবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টে তার খেলতে কোনো বাধা নেই। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ইতোমধ্যেই আইসিসির সঙ্গে যোগাযোগ করে শ্রীলঙ্কা সফরে সাকিবের খেলার ব্যাপারে নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *