করোনা: ভারতে আটকা ৭৪ পাকিস্তানের নাগরিক ফিরলেন দেশে
বার্তাবহ চাঁদপুর নিউজ: করোনার কারণে ভারতে আটকে পড়া ৭৪ পাকিস্তানের নাগরিক নিজ দেশে ফিরেছেন। বৃহস্পতিবার ওয়াগা সীমান্ত দিয়ে পাকিস্তানে ফিরেছেন তারা।
ভারতে অবস্থিত পাকিস্তানের হাইকমিশন এক বিবৃতিতে জানিয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে ভারতের বিভিন্ন শহরে আটকে পড়া ৭৪ জন দেশে ফিরেছেন। খবর ইন্ডিয়া ব্লুমসের
কমিশন জানায়, গত ২০ মার্চ থেকে ভারত থেকে ৭৬০ জনেরও বেশি পাকিস্তানে ফিরে গেছে।
বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের হাইকমিশন ভারতে আটকা পড়া পাকিস্তানিদের তাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনে সম্ভাব্য সকল সহযোগিতা অব্যাহত রাখবে।