দেশবাসীর দোয়া চেয়ে সিঙ্গাপুর গেলেন ফারুক

Spread the love

বার্তাবহ চাঁদপুর নিউজ: উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড়াল দিলেন নায়ক ও ঢাকা-১৭ আসনের সাংসদ ফারুক। রোববার সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো বিমানের এক ফ্লাইটে ঢাকা ছাড়েন এ অভিনেতা। তার সঙ্গে স্ত্রী ফারহানা ফারুকও ছিলেন।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন ফারুক। ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের ফারুক ‘উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যাচ্ছি। দেশবাসী সবার কাছে দোয়া চাই যেনে সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসতে পারি।

দীর্ঘদিন ধরেই জ্বরে আক্রান্ত এ অভিনেতা। গত ১৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা ফারুককে। প্রাথমিকভাবে ধারণা করা হয় করোনায় আক্রান্ত এ অভিনেতা। কিন্তু পরীক্ষায় করোনা পজেটিভ আসে।

এরপর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ৩১ আগস্ট তাকে আবার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ইউনাইটেডে বেশ কয়েকদিন চিকিৎসা শেষেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে ৫ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে (অ্যাপোলো) স্থানান্তর করা হয়।

এদিকে ফারুকের রক্তে জটিল সংক্রমণ দেখা দিয়েছে বলে জানিয়েছেন ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকরা। এই সংক্রমণ থেকে খারাপ কিছু হতে পারে বলেও জানান তারা। সেজন্য দ্রুত তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে। তাই সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সঙ্গে যোগাযোগও হচ্ছে। করোনার কারণে বর্তমানে বিদেশে যাতায়াতে অনেক জটিলতা আছে। এসব মোকাবিলা করে উনাকে দ্রুত সিঙ্গাপুরে নেয়ার চেষ্টা করা হবে বলেই জানানো হয় ফারুকের পরিবারের পক্ষ থেকে।

এক মাসেরও বেশি সময় ধরে জ্বর নিয়ে দেশে চিকিৎসা নিলেও শারীরিক কোন উন্নতি হয়নি ফারুকের। অবশেষে তাই উন্নত চিকিৎসা নিতেই সিঙ্গাপুর উড়াল দিলেন ঢাকাই ছবির ‘মিয়াভাই’ খ্যাত এ নায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *