চাঁদপুরে ৭০ হাজার মে.টন আমন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা

Spread the love

বার্তাবহ চাঁদপুর নিউজ: চাঁদপুর চলতি আমন চাষ মৌসুমে ২৬ হাজার ৬শ ৫০ হেক্টর চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আমন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে৭০ হাজার ৪শ ৯০ মে.টন । গতকাল ১৩ সেপ্টেম্বর, রবিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি এ তথ্য জানান।

সুদীর্ঘ ৬০-৬৫ বছরের নদী ভাঙ্গনের ফলে চাঁদপুর মেঘনা নদীর পশ্চিম তীরে রয়েছে ১১টি বিচ্ছিন্ন চরাঞ্চল। চরাঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে কৃষি পণ্য উৎপাদন হয়ে থাকে। এর মধ্যে ধান,পাট, মরিচ ,ভুট্টা, আলু ,শাক-সবজি ও অন্যান্য রবি ফসল। পাশাপাশি রয়েছে গরু,ছাগল,মহিষ ও হাঁস-মুরগির প্রতিপালন ।

প্রাপ্ত তথ্যমতে, চাঁদপুর জেলার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প চাঁদপুর ভেতরে এবং বিস্তীর্ণ নদীতীরবর্তী এলাকাগুলোতে এ রোপা আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রোববার ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ১৯ হাজার ৪শ ৯০ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি চাঁদপুরে কর্তব্যরত কৃষিবিদ আবদুল মান্নান জানিয়েছেন । আগামি ২০ সেপ্টেম্বর পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় এর চাষাবাদ বিদ্যমান থাকবে ।

কৃষি বিভাগ সূত্র মতে, চাঁদপুরে কৃষি পণ্য উৎপাদনে ৫০ হাজার মে.টন রাসায়নিক সার বরাদ্দ দিয়েছে সরকার।

প্রণোদনা কমৃসূচির অধীন ২০২০-‘২১ অর্থবছরে ৩১৫ কেজি শাক-সবজির বীজও বরাদ্দ দেয়া হয়েছে ।

প্রসঙ্গত,চাঁদপুর দেশের অন্যতম কৃষি প্রধান অঞ্চল । এ জেলার ওপর দিয়ে মেঘনা,পদ্মা,ডাকাতিয়া ও মেঘনা-ধনাগোদা এ ৪টি নদী প্রবাহিত হওয়ায় এ অঞ্চলের জরবায়ূ কৃষি পণ্য উৎপাদনে খুবই উপযোগী। মাটিও উর্বর।

নদীগুলোর জোয়ার-ভাটার পানিতে জমিগুলো প্রতিনিয়ত:ই কৃষি চাষাবাদে বিশেষ ভূমিকা পালন করে থাকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *