চাঁদপুর সরকারি কলেজে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু
বার্তাবহ চাঁদপুর নিউজ: চাঁদপুর সরকারি কলেজে গত রোববার ১৩ সেপ্টেম্বর থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এই ভর্তি কার্যক্রম চলবে।
শিক্ষার্থীরা কলেজ ওয়েবসাইটে প্রবেশ করে ভর্তি ফরমটি যথাযথভাবে পূরণ করে অনলাইনে সাবমিট করবে। কোভিড-১৯-এর কারণে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা সামাজিক দূরত্ব বজায় রেখে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিউর ক্যাশ বুথে টাকা জমা দিতে পারবে।
অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ জানান, আমরা এবার শিউর ক্যাশের মাধ্যমে ক্যাম্পাসে টাকা জমা নেয়ার সিস্টেমটি রেখেছি, তবে এটিই শেষ। পরবর্তীতে শিক্ষার্থী নিজের শিউর ক্যাশ একাউন্ট থেকে অথবা শিউর ক্যাশ এজেন্টের (দোকান থেকে) মাধ্যমে টাকা জমা দিতে পারবে। তখন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে আসার প্রয়োজন পড়বে না।