ঘুরে দাঁড়িয়ে ইংল্যান্ডের দারুণ জয়
বার্তাবহ চাঁদপুর নিউজ: ম্যানচেস্টারে দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়ে সিরিজে সমতা এনেছে স্বাগতিক ইংল্যান্ড।
ইংলিশদের দেওয়া ২৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২০৭ রানে থেমে যায় অ্যারন ফিঞ্চের দল। ৩ ম্যাচ সিরিজে এখন এক একে সমতা।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। ২৯ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপাকে দ্য থ্রি লায়ন। প্রতিরোধ গড়েন জো রুট ও মর্গ্যান।
ওদের ৬১ রানের জুটি ভাঙেন অ্যাডাম জাম্পা। ৩৯ রান করেন রুট আর ৪২ করা মর্গ্যানকে ফিরিয়ে জাম্পার জোড়া ধাক্কা। বাটলার, বিলিং আর স্যাম কারান ফিরেছেন দ্রুত। ১৪৯ রানে ৮ উইকেট হারানো স্বাগতিকদের লড়াইয়ের পুঁজি এনে দেন টম কারান ও রশিদ। ৫৬ বলে ৭৬ রানের জোট গড়েন দুই টেল এন্ডার।
ইংল্যান্ডের মত জলদি দুই উইকেট হারায় অস্ট্রেলিয়াও। তবে ফিঞ্চ আর লাবুশেইনের ১০৭ রানের জোটে জয়ের ভিত্তি পায় অজিরা। সিরিজ জয়ের কাছে এসেই মরকের শুরু। ক্রিস ওকস আর স্যাম কারানের বোলিংয়ে ২০৭ রানে আউট অস্ট্রেলিয়া।