জেল থেকে জ’ঙ্গি ছিনিয়ে নেওয়ার হু’মকি, বাড়তি নিরাপত্তা জারি
বার্তাবহ চাঁদপুর নিউজ: ফোন করে ও চিঠি পাঠিয়ে কা’রা’গার থেকে জ’ঙ্গি ছিনিয়ে নেওয়ার হুমকির পরিপ্রেক্ষিতে কা’র’গারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়ে গতকাল রোববার দেশের সব কারাগারে চিঠি পাঠিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স)।
আজ সোমবার রাতে ঢাকা কেন্দ্রীয় কা’রা’গা’রের জে’ল সুপার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দেশের একটি কারাগারে থাকা জ’ঙ্গি ছিনিয়ে নেওয়ার জন্য চিঠি পাঠিয়ে ও ফোনে হু’ম’কি দিয়েছে দু’ষ্কৃ’তকারীরা।
এরপর কারা অধিদপ্তর থেকে সতর্কতা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। সব কা’রা’গারে স্ট্রা’ই’কিং ফোর্স গঠন করতে বলা হয়েছে। কা’রা’গারে এমনিতেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে। এখন তা আরো জোরদার করা হয়েছে।’
কারা অধিদপ্তরের চিঠিতে সম্ভাব্য ঝুঁ’কি এড়াতে ১৮টি নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মাহবুব আলম। তিনি আরো বলেন, ‘চিঠি পাওয়ার পর বন্দি জঙ্গিদের ওপর নজরদারি আরো বাড়ানো হয়েছে।‘
কারা অধিদপ্তরের দেওয়া নির্দেশনার মধ্যে রয়েছে- প্রতিটি কারাগারে একজন ডেপুটি জেলার, একজন প্রধান কারারক্ষী ও পাঁচজন কারারক্ষীর সমন্বয়ে একটি স্ট্রাইকিং ফোর্স গঠন করা।
কা’রা’গারের বাইরের গেটে দায়িত্বপালনকারীদের বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট নিশ্চিত করে আগতদের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা। ডিউটিতে সশস্ত্র সেন্ট্রি নিয়োগ দেওয়া। অস্ত্র ও অ’স্ত্রা’গারের নিরাপত্তা নিশ্চিত করা, মহড়া দেওয়া।
চিঠিতে কা’রা’গারে আ’ট’ক জ’ঙ্গি, আইএস, শীর্ষ স’ন্ত্রা’সী, বিডিআর ও বিভিন্ন সংবেদনশীল মা’ম’লা’য় আ’ট’ক ব’ন্দি’দের চলাচল ও গতিবিধি কঠোরভাবে নজরদারি করতে বলা হয়েছে।
পাশাপাশি যেসব কা’রা’গারে এ ধরনের জ’ঙ্গি বন্দি রয়েছে- সেসব এলাকায় পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়ে তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।