নতুন পৌরপিতার কাছে আমাদের দাবি

শাহরিয়ার পলাশ, সাংবাদিক।। চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডের পরিবেশ এটি। একটু বৃষ্টি হলেই পানি জমে পুকুর হয়ে যায়। এছাড়া কুমিল্লাগামী বোগদাদ বাস কখনো স্ট্যান্ডে থাকে না। তারা স্বর্ণখোলার প্রবেশ পথে দাঁড়িয়ে থাকে। ফলে স্বর্ণখোলা সড়কে বসবাসকারী প্রায় ২০ হাজার বাসিন্দা আছেন ভোগান্তিতে।
এছাড়া এখানে বাসস্ট্যান্ডের কারনে শহরের প্রবেশ মুখে যানজটের সৃষ্টি হয়। এর প্রভাব পড়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও।
তাই আমাদের দাবি বাসস্ট্যান্ডকে চাঁদপুর সেতুর কাছে অথবা জেলা পরিষদের কাছে খাস জমিতে স্থানান্তর করা হোক। বর্তমান বাসস্ট্যান্ডে জায়গায় একটি আধুনিক শিশু পার্ক নির্মান করা হোক। চাঁদপুরে শিশুদের বিনোদনের কোনও জায়গা নেই। এটা হতে পারে উত্তম বিকল্প।
বর্তমান বাসস্ট্যান্ড ব্যবহার হয় গাড়ির গ্যারেজ বা মেরামত কারখানা হিসেবে। এটি সরিয়ে নেয়া এখন আমাদের সকলের দাবি।
লেখকের ইমেইলঃ