ইশিহিডি সোগা জাপানের নতুন প্রধানমন্ত্রী
বার্তাবহ চাঁদপুর নিউজ: জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক মন্ত্রিপরিষর সচিব ইশিহিডি সোগা।
শারীরিক অসুস্থতার কারণে তার পূর্বসূরি শিনজো অ্যাবের পদত্যাগের পর বুধবার সোগা প্রধানমন্ত্রী পদে সহজ জয় পেয়েছেন। এর আগে সোমবার ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রধান হিসেবে ব্যাপক ভোটে বিজয়ী হন তিনি। খবর বিবিসি’র।
এ বিষয়ে নিম্নকক্ষের স্পিকার টাডামোরি ওশিমা বলেন, “ভোটের ফলাফল অনুযায়ী, ইশিহিডি সোগাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে আমাদের হাউস।”
২০১২ সালে শিনজো আবে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই সোগা তার ঘনিষ্ট হয়ে ওঠেন। শিনজো আবে’র ‘ডানহাত’ বলা হয় তাকে। আবের গোটা শাসনামলেই মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব সামলেছেন সোগা।