এক মাসের মধ্যেই প্রস্তুত হতে পারে করোনার ভ্যাকসিন: ট্রাম্প
বার্তাবহ চাঁদপুর নিউজ: এক মাসের মধ্যেই করোনার ভ্যাকসিন প্রস্তুত হতে পারে, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার পেনসিলভানিয়ায় ভোটারদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে তিনি এই দাবি করেন। মার্কিন গণমাধ্যম এবিসি নিউজে প্রশ্নোত্তর পর্বটি প্রচারিত হয়।
ট্রাম্প বলেন, ভ্যাকসিন প্রস্তুত হতে ৩ থেকে ৪ সপ্তাহ লাগতে পারে। যদিও এর আগে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে করোনার ভ্যাকসিন প্রস্তুত হতে চার বা আট সপ্তাহ লাগতে পারে বলে দাবি করেছিলেন ট্রাম্প।
তবে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. এন্থনি ফাউচি জানান, চলতি বছরের শেষ দিকের আগে ভ্যাকসিন প্রস্তুত সম্ভব নয়।
এদিকে, ডেমোক্র্যাটদের অভিযোগ, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এগিয়ে থাকতে করোনার ভ্যাকসিনে অনুমোদন দিতে তাড়াহুড়ো করছেন ট্রাম্প। এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং গবেষকদের ওপর রাজনৈতিক চাপ প্রয়োগ করছেন তিনি।