চাঁদপুরে উপজেলা চেয়ারম্যানসহ ১১ ইউনিয়নে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা
শরীফ চৌধুরী, বার্তাবহ চাঁদপুর নিউজ: চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলাসহ চারটি উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারের শূন্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে একজন উপজেলা চেয়ারম্যান, পাঁচজন ইউপি চেয়ারম্যান ও সাতজন ওয়ার্ড সদস্য পদে ভোট গ্রহণ হবে। এসব শূন্য পদে আগামী ২০ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। চাঁদপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন তফসিল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান এএইচএম গিয়াসউদ্দিনের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়। এছাড়া কচুয়ার সাচার ও গোহট উত্তর, মতলব উত্তরের জহিরাবাদ ও সুলতানাবাদ এবং শাহরাস্তির মেহের দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যুতে বাকি পদগুলো শূন্য হয়েছে।
অন্যদিকে কচুয়ার গোহট উত্তর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড, মতলব উত্তরের মোহনপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড, ফতেপুর পশ্চিম ইউনিয়নের ৩ নং ওয়ার্ড, ইসলামাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ড, শাহরাস্তির সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড, চিতোষী পশ্চিম ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এবং হাজীগঞ্জের কালোচো উত্তর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
চাঁদপুর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের উপ-সচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনের ভিত্তিতে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব পদে ভোট গ্রহণ হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৩ সেপ্টেম্বর। বাছাই ২৬ সেপ্টেম্বর ও প্রত্যাহার ৩ অক্টোবর ও প্রতীক বরাদ্দ হবে ৪ অক্টোবর।