চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
বার্তাবহ চাঁদপুর নিউজ: চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যবসায়ী। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাঁকৈরতলা এলাকায় দ্রুতগামী পিকআপের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।
নিহত ব্যবসায়ী মো. মহিউদ্দিন (৪০) চাঁদপুরের কচুয়া উপজেলার মথুরাপুর গ্রামের বাসিন্দা। পাশের শাহরাস্তি উপজেলার কাকৈরতলা বাজারের ব্যবসায়ী ছিলেন তিনি।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, বুধবার সকালে সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি পিকআপ মো. মহিউদ্দিন নামের ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে মারা যান তিনি।
থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেছে। একই সঙ্গে ঘাতক পিকআপ ও তার চালককে আটকের চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি।