ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের মা আর নেই
বার্তাবহ চাঁদপুর নিউজ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের মা শিরিয়া খানম আর নেই (ইন্না লিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
আজ ১৬ আগস্ট, বুধবার বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর । তিনি ৩ ছেলে এবং ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ এশা তালবাগ কবরস্থান মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হবে ।
প্রতিমন্ত্রী তার মায়ের রুহের মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন ।
মায়ের মৃত্যুতে প্রতিমন্ত্রী নিজের ফেইসবুক প্রোফাইলে এক পোস্টে লেখেন, মঙ্গলবার যখন আম্মাকে দেখতে যাই আম্মা তখন পুরোপুরি সুস্থ। চিকিৎসকেরা ছাড়পত্র দেয়ায় আজই তার বাসায় ফেরার কথা ছিল। কিন্তু মা আর ফিরলেন না। আমাকে অভিভাবকহীন করে চলে গেলেন চিরতরে। আমার মাথায় আশীর্বাদের ছায়া রেখেই মা শেষ নিশ্বাস ত্যাগ করলেন। ছোটবেলায় বাবাকে হারিয়েছিলাম। মা আমাদের মানুষ করেছিলেন। সেই মা চলে যাওয়ায় মাথা থেকে যেন একটা ছায়া সরে গেল। বুধবার বাদ এশা তালবাগ কবরস্থান মাঠে জানাজা শেষে আমার বোনের কবরেই মাকে দাফন করা হবে।