ফরিদগঞ্জে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার
বার্তাবহ চাঁদপুর নিউজ: চাঁদপুরের ফরিদগঞ্জে ইয়াবার চালানসহ মাদক কারবারি বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেন, হাসিবুর রহমান (২৫) ও তার বাবা শাহ আলম শেখ (৪৮)।
আজ ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ভোরে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের দেইচর গ্রামের বাড়ি থেকে ২ হাজার ১০০ পিস ইয়াবা এবং নগদ ২০ হাজার টাকাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মো. শহীদের নেতৃত্বে একদল পুলিশ দেইচর গ্রামের শেখ বাড়িতে অভিযান চালায়। এসময় শাহ আলম শেখের বসতঘরে লাগোয়া কবুতরের খোপে ইয়াবার চালানটির সন্ধান পাওয়া যায়। পরে শাহ আলম শেখ ও তার ছেলে হাসিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে মাদক বিক্রির নগদ ২০ হাজার টাকা জব্দ করা হয়।
ওসি আবদুর রকিব আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবা ও ছেলে স্বীকার করেছেন, তারা চট্টগ্রাম থেকে ইয়াবার চালান এনে চাঁদপুরের বিভিন্নস্থানে বিক্রি করেন। এজন্য ভাড়ায়চালিত মাইক্রোবাস ও প্রাইভেটকার ব্যবহার করতেন তারা।
এদিকে, ইয়াবার চালান জব্দের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।