চাঁদপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার ২
বার্তাবহ চাঁদপুর নিউজ: চাঁদপুরের ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও তার ছবি মুঠোফোনে ধারণের মামলায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদগঞ্জ পৌরসভার কেরোয়া এলাকা থেকে ইয়াসিন হোসেন ও মো. রাজা নামে এই দুইজনকে গ্রেফতার করে থানা পুলিশ। তবে এ ঘটনায় জড়িত প্রধান আসামি মাসুম হোসেন পলাতক রয়েছে।
ফরিদগঞ্জ থানার ওসি আবদুর রকিব জানান, অভিযুক্তরা এ ঘটনার আগে একাধিকবার ওই গৃহবধূকে প্রায়ই যৌন হয়রানির চেষ্টা করেছে। এ নিয়ে প্রবাসে তার স্বামীকে যুবকদের বিষয় অভিযোগ দেওয়া হলে ক্ষুব্ধ হয়ে তারা ঘটনাটি সংঘটিত করে। পুলিশের কাছে এমন অভিযোগও করেছেন ওই গৃহবধূ। তবে এ ঘটনায় জড়িত মাসুম হোসেন গা ঢাকা দেওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। তবে তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে, গ্রেফতার হওয়া যুবকদের বৃহস্পতিবার বিকেলেই চাঁদপুরের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।