নিউজিল্যান্ডও আর্থিক মন্দায় ঢুকে গেল
বার্তাবহ চাঁদপুর নিউজ: করোনাভাইরাসের কারণে চলতি বছরের দ্বিতীয় ভাগে নিউজিল্যান্ডের জিডিপি রেকর্ড পরিমাণ কমেছে। বুধবার অর্থনৈতিক মন্দায় পড়েছে দেশটির অর্থনীতি। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রবৃদ্ধিও।
গত বছর প্রণীত বাজেটে জিডিপি ২৩ দশমিক ৫ শতাংশ কমবে বলে পূর্বাভাস দেয়া হলেও নিউজিল্যান্ড সরকার জিডিপি কমার হার ১৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নেয়। তবে তা ঠেকিয়ে জিডিপি কমার হার ১২ দশমিক ২ শতাংশে নামিয়ে আনে নিউজিল্যান্ড।
প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডার্নের অর্থনৈতিক নীতিমালার জন্যেই করোনার কারণে মন্দার মধ্যেও জিডিপি হ্রাস ঠেকানো সম্ভব হয়েছে বলে মনে করছেন অনেকে। করোনার প্রকোপের কারণে সেই মার্চ থেকে লকডাউন এবং সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত বড়ো প্রভাব ফেলেছে নিউজিল্যান্ডের অর্থনীতিতে।