বলিউডে শাহরুখ-তাপসীর নতুন জুটি!

Spread the love

বার্তাবহ চাঁদপুর নিউজ: প্রায় দু’বছর শাহরুখ খানের কোনও নতুন সিনেমা মুক্তি পায়নি। তবে অনেক সিনেমার গুঞ্জন শোনা গিয়েছে। আর এবার বলিউড বাদশার কামব্যাক ছবিতে তার সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন তাপসী পান্নু। খবর- সংবাদ প্রতিদিন।

পরিচালক রাজকুমার হিরানির ছবিতেই শাহরুখের সঙ্গে জুটি বাঁধবেন তাপসী। এর আগে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজের প্রযোজিত ছবি ‘বদলা’য় অভিনয় করেছিলেন অভিনেত্রী। সুজয় ঘোষের পরিচালনায় নিজের পছন্দের সহ-অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। সেখান থেকেই নাকি তাপসীর কাজ পছন্দ হয়েছিল বলিউড বাদশার। তাই নিজের কামব্যাক ছবিতে অভিনয়ের প্রস্তাব তিনি তাপসীকে দিয়েছেন।

জানা যায়, সোশ্যাল কমেডি ছবি তৈরি করতে চলেছে রাজকুমার হিরানি। যেখানে উদ্বাস্তু সমস্যার কথাও তুলে ধরা হবে।

২০১৮ সালের ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল শাহরুখ খানের শেষ সিনেমা ‘জিরো’। ছবিতে দুই নায়িকা ক্যাটরিনা কাইফ এবং অনুষ্কা শর্মার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন শাহরুখ। ২০০ কোটি টাকা বাজেটের ছবিটি বক্স অফিসে মাত্র ১৯১ কোটি টাকার ব্যবসা করে। আশাহত শাহরুখ তারপর থেকে আর নতুন কোনও সিনেমা মুক্তির কথা ঘোষণা করেননি। তবে শাহরুখের কামব্যাকের গুঞ্জন অনেক শোনা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *