যেখানে ভাবনারা যেমন
ফারহানা ইসলাম, লেখক।। বেঁচে থাকার জন্য যতটুকু নাহলেই নয় ঠিক ততটুকু পেলেই এক জীবন অতিক্রম করা যায় অনায়াসে। মাঝখানে কিছু নিঃস্বার্থ প্রণয়ের দাবিদার অনেকেই।
যে প্রণয় আত্মীয়তার সম্পর্ক না মেনেও আত্মার সম্পর্ক সৃষ্টি করে। যে কোন কারণ ছাড়াই থেকে যাবে শুরু থেকে অন্তে। ব্যাস এতটুকু পেলেই সেই অনেকের মত আমিও সন্তুষ্টিতে জীবন পার করে দিতে পারবো।
এখন যে আমি খুব বেশি অসন্তুষ্টিতে আছি তাও কিন্তু নয়। অবশ্য কোন পরিস্থিতিতেই অসন্তুষ্টি প্রকাশ করিনা। অসন্তুষ্ট হবোই বা কেনো!যতটুকু পেয়েছি বা হারিয়েছি তার কিছুইতো পাওয়ার কথা ছিলো না। তাহলে হারানোতেই এত আক্ষেপ রাখবো কেনো! মেনে নিতে হবে ক্ষুদ্র এ জীবনে কোন কিছুই অত্যাবশ্যকীয় নয়।
যা আমার না তা আমার ছিলো না আর কোনদিন আমার হবেও না। শুধু মাঝেমাঝে আমরা মরিচিকার পিছু ছুটে কিছু গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে ফেলি। যে মরিচিকা সাময়িক বিনোদন সৃষ্টি করলেও পরিশেষে বুঝিয়ে দিয়ে যায় সময়ের কঠিন মূল্য।
সময়ের সাথে যখন জীবনের রংও বদলে যায় তখন এমন হাজারো মরিচিকাময় মুহূর্ত আমরা ভুলে যাই হঠাৎ করেই। নতুন করে আবারো ছুটি।আমরা ছুটতে থাকি নতুনত্বের আশায়।
তবুও সবকিছু ভুলে দীর্ঘশ্বাসে যদি বলতে পারা যায় “আমি যেমন আছি ঠিক যেভাবে আছি তাতেই ভালোভাবে বাঁচতে চাই” তাহলে জীবনে নতুন করে আর মরিচিকাময় কোন অধ্যায়ের সূচনা হবে না।
সময় বদলায়,বদলাবেই।আর আমরাও একদিন সব মায়া বিসর্জন দিয়ে এগিয়ে যাবো অন্তিমদশায়। কারণ এ জীবনে সত্যিই কিছু অত্যাবশ্যকীয় নয়। সত্যি….!!
লেখকের ইমেইলঃ