চাঁদপুরে করোনা শনাক্ত বেড়ে ২২২৬

Spread the love

বার্তাবহ চাঁদপুর নিউজ: চাঁদপুরে নতুন করে আরও ৩ জনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৬ জন।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরের ২ জন ও হাইমচরের ৪জন করে রয়েছেন। সুস্থদের মধ্যে চাঁদপুর সদরের ২ জন, ও হাইমচরের ৪জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে মোট ৭০ টি রিপোর্ট আসে। এর মধ্যে ৩টি রিপোর্ট করোনা করোনা পজেটিভ। বাকী ৬৭টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২২২৬জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৯০০জন, ফরিদগঞ্জে ২৫৬জন, মতলব দক্ষিণে ২৩৫জন, শাহরাস্তিতে ২১৭জন, হাজীগঞ্জে ১৯৬জন, মতলব উত্তরে ১৯০জন, হাইমচরে ১৪৯জন ও কচুয়ায় ৮৩জন।

জেলায় মোট ৭৬জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২১জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১১জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *