দেশের বাজারে পাওয়া যাচ্ছে অপো এফ সেভেন্টিন প্রো

Spread the love

বার্তাবহ চাঁদপুর নিউজ: বাংলাদেশের বাজারে অপো এফ সেভেন্টিন প্রো-র ‘ফার্স্ট বিক্রি’ শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে এফ সিরিজের নতুন এই ফোন আউটলেটগুলোতে বিক্রি শুরু করেছে কোম্পানিটি।

২৭ হাজার ৯৯০ টাকা মূল্যের এফ সিরিজের দৃষ্টিনন্দন ফোনটি ম্যাজিক ব্লু এবং ম্যাট ব্ল্যাক- এ দুটি রঙে পাওয়া যাচ্ছে।

ফোনের সাথে প্রত্যেক প্রি-অর্ডারকারী উপহার হিসেবে পাচ্ছেন একটি করে ব্যাকপ্যাক। এছাড়া লটারির মাধ্যমে গ্রাহকেরা জিতে নিতে পারবেন ৪০ ইঞ্চি স্মার্ট টিভি, স্ট্যান্ড ফ্যান এবং গিফট বক্স।

৪৮ মেগাপিক্সেলের এআই কালার পোর্ট্রেট লেন্সের অপো এফ সেভেন্টিন প্রো গত ৯ সেপ্টেম্বর উন্মোচন করা হয়। সেদিনই শুরু হয় প্রি-বুকিং।

প্রি-অর্ডারকারী গ্রাহকেরা পাবেন একটি করে আকর্ষণীয় ব্যাকপ্যাক।

অপো এফ সেভেন্টিন প্রো-তে আছে ৮ গিগাবাইট র‌্যাম এবং ১২৮ গিগাবাইট ইউএফএস ২.১ ইন্টারনাল স্টোরেজ।

ভিডিও উৎসাহীদের আরো স্থিতিশীল, পরিষ্কার এবং শার্প ভিডিও করতে সাহায্য করবে আল্ট্রা-স্টেডি ভিডিও মোড। এছাড়া, এই ফোনে ৩০ ওয়াটের ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০– এ মাত্র ৫৩ মিনিটে এর ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের বড় ব্যাটারি ৫৩ মিনিটে সম্পূর্ণ চার্জ করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *