রাজধানীর বনানীতে অবৈধ বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন উচ্ছেদ

Spread the love

বার্তাবহ চাঁদপুর নিউজ: রাজধানীর বনানীতে অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন ও এলইডি লাইট উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এসময় নগর সৌন্দর্য রক্ষা আইন না মানলে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন মেয়র আতিকুল ইসলাম।

শুক্রবার সকাল ১০টায় বনানীর চেয়ারম্যান বাড়ী এলাকায় অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযান শুরু করে উত্তর সিটি করপোরেশন। অনুমতি না নিয়ে মূল সড়কের সাথে এসব বিলবোর্ড স্থাপন করা হয়। নীতিমালার বাইরে সব বিলবোর্ড সরানোর ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবে চলে এই অভিযান।

এসময় বিকন গ্রুপের একটি হাসপাতাল ও বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের বিলবোর্ড ভেঙে ফেলা হয়। পরে বৃষ্টির কারণে অভিযান বন্ধ রাখা হয়।

সকালে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। এসময় ‍নগরীর সৌন্দর্য রক্ষায় সবাইকে আইন মেনে ব্যবসা করার আহ্বান জানান তিনি। সিটি করপোরেশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্যবসা করা যাবে না বলেও ব্যবসায়ীদের সতর্ক করেন মেয়র। এছাড়া এখন থেকে কোথাও অবৈধ সাইনবোর্ড-বিলবোর্ড পাওয়া গেলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।

যত ক্ষমতাধরই হোক, আইন না মানলে কাউকে ব্যবসা করতে না দেয়ার হুঁশিয়ারি দেন আতিকুল ইসলাম।

তিন দিনের অভিযানে প্রায় ১৬শ অবৈধ বিলবোর্ড ও সাইনবোর্ড অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *